AMC 29 নং ওয়ার্ডের কাউন্সিলর মেডাম😁💞😁
কর্মসংস্থানের দাবিতে DYFI-TYF'র আহ্বানে আগরতলার বুকে যুবদের মিছিল।
দাবি সমূহঃ
১. JRBT পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে হবে।
২. শিক্ষক স্বল্পতা দূর করতে TET পাশ সকলকে দ্রুত নিয়োগ করতে হবে এবং বছরে দু'বার TET পরীক্ষা নিতে হবে।
৩. ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মী দ্রুত নিয়োগ করতে হবে।
৪. ১০৩২৩ চাকরীচ্যুতদের দ্রুত স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
#প্রতাপগড় অঞ্চল এলাকার নবীন পল্লীর যুব ভাইয়েরা বণ্যায় প্রভাবিত কিছু পরিবারের সদস্যদের জন্য ভাত ডাল চাটনী সহকারে একবেলার খাবারের ব্যবস্থা করেছে।
ধন্যবাদ সবাইকে যারা এই মহতী উদ্যোগ নিয়েছে।
আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে CPIM প্রার্থী কৃষ্ণা মজুমদারের সমর্থনে ঝড়ো প্রচার
#রণক্ষেত্র
#BJP_vs _সাধারন_জনজাতি_মানুষ
বিশাল আধাসেনা ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
ছুড়া হয় কাঁদানে গ্যাস, তাতেও কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছেন প্রশাসন।
BJP MP রেবতী মোহন ত্রিপুরা অম্পি টাউনহলে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার সময় পথ অবরোধ করে বিক্ষুব দেখায় তিপ্রামথার কর্মীরা। আর তাতেই শুরু হয় খণ্ডযুদ্ধ।
প্রতাপগড় এর গুণধর কাজলকে এখনো বহিষ্কার করে নি।
এই ধরনের অপরাধ করেও কিভাবে বহাল থাকে বিজিবিতে।
বিজেপি কর্মী স্বল্পতায় ভুগছে হয়তোবা তাই....?
ছি:BJP ছি: এটাই বিজেপির দলের শাসন 😂😀😂
জনজীবনের জরুরী ১১ দফা দাবিতে শিলাছড়ি কাঁপিয়ে লালঝান্ডার তেজি মিছিলে ব্লকে গণডেপুটেশন।।
#প্রতিরোধ 🚩👊👊
বিলোনিয়া মহকুমার রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত হয় রাধানগরে,, মিছিলে বিজেপির কিছু দুর্বৃত্ত হামলা করতে এসে আমাদের কমরেডদের প্রতিরোধের মুখে পড়তে হয়।।
লাল সেলাম জানাই সাহসী কমরেডদের 🚩✊🚩✊
জীবন জীবিকার জরুরি ১৫ দফা দাবিতে করবুকে সাড়া জাগানো মিছিল সভা ও ডেপুটেশন।।
জনজোয়ারে গণউদ্দীপনায় হাজার হাজার সংগ্রামী মানুষকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছেন আসন্ন উপনির্বাচনে সুরমা বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী কমরেড অঞ্জন দাস।।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিলোনীয়ার রাজপথ দখল করলো লাল বাহিনী ✊✊
আসন্ন উপ-নির্বাচনে ৪৬-সুরমা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে মরাছড়া বাজারে মিছিল।।